Saturday, December 29, 2012

৩১ ডিসেম্বর

নগ্নতা যদি শালীনতা হয়-
তবে নগ্নতা কাকে বলি?
পতিতার মুখে "বেজন্মা" কখনো
হয়না জন্মেও গালি।

উৎসুক তুমি উন্মাদনায়
পশ্চিমা সংস্কৃতি!
আহা মরি! সব লজ্জা ঘুচিয়া
ভুলেছ নিজের রীতি।
ধর্ম শুনেই ঘৃণা লাগে আজ-
সভ্যতা তুমি জানো?
বর্বর তুমি বন্য পশু
পশুদের গুরু মানো।

পশুরা তোমায় শিক্ষা দিয়েছে
বনে বনে ঘাস খাওয়া
নর্দমা নেমে হাটু জল ভেঙ্গে
যেমনে করে সে নাওয়া।

পশু তো পশুই- পিতামাতা কে
শালীনতা কিছু নেই
জানেনা যেজন পিতার নামটি-
তাকে কেন জ্ঞান দেই?

সভ্য তোমরা নিজেকে ভাবো-
সুশীলের কর্ণধার।
প্রগতির নামে পশুত্ব আজ
করো তাই ব্যবহার।

No comments:

Post a Comment