Friday, December 7, 2012

সুশীলসমাজ

বিধাতা মানে না, সৃষ্টিকে ওরা মিথ্যা বলিয়া জানে
ওদের মৃত্যুতে শোক কেন তবে, কেন তবে কুলখানি?
ওরা তো বলেছে ঈশ্বর নাই, বস্তুতা হল সেরা-
মোল্লা ডাকিয়া শেষ কাজে তবে করিতেছ কেন জেরা?
ধর্মকে তবে ডাক কেন তুমি, মুসলিম ও হিন্দু নয়
প্রাথনা বলে কার কাছে চাও, কাহাকে করিতেছ ভয়?
ভন্ডামি করে জীবন ধরিয়া, স্রষ্ঠাকে পাড়ে গালি
দিনে তারা নাকি সুশীলসমাজ, রাতে ভুত মেখে কালি।

No comments:

Post a Comment