Friday, December 7, 2012

জাগ বাঙালি

তোরা বুঝিস বেশি, হিংসে তোদের জন্মের অভিশাপ
তোরা বাঙ্গালি তাই বাপ কে মারিস, শত্রুকে দিস মাফ।
বুঝিস না তোর মন্দ ভালো, ভাবিস না কে পর
যাস কেন সব আঘাত ভুলে থামলে হঠাৎ ঝড়।
সব ভুলে যাস ঘরের কথা, পড়শি যখন বলে
তোরা নিশির কথা দিনের আলোয় কেমনে বলিস জ্বলে?

জাগ বাঙালি বীর সেনারা, যুদ্ধে যাবার ক্ষণ
তোরা যাসনে ভুলে অতীত লেখা, যাসনে ভুলে রণ।
রণের তরীয় বাজছে ভেরী সময় অনেক কম
হারাসনে তোর সকল বিজয়, জাগ্রত তোর যম।

No comments:

Post a Comment