কিভাবে যেন চুরি হয়ে গেল বাংলাদেশের মেধা!
কাউকে ওরা মানছে না কেন? মানছে কেবল দাদা।
দাদা বলে গেছে কাজ করে যাও- আমরা আছি পিছে
পরাশক্তির মহা-রাষ্ট্র, তবে ভয় পাও কেন মিছে?
হাতিটা আমার, ঘোড়াটা আমার, ফ্রি দিলাম এই গাড়ি
তেল লাগে দিব- কিছু টাকা হলে! ফিরে যেতে হলে বাড়ি।
দাদা নিয়ে গেছে পদ্মা-মেঘনা, পানি দিয়ে করে চাষ
আমরা অভাগা, চাষ না করে চাল কিনি বারো মাস।
দাদাদের আছে প্রযুক্তি কত? মাঝে মাঝে দেয় ধার
কৃষকের মাথা ছেটে দিতে তাই কম দামে দেয় সার।
ট্রানজিট চাই, উন্নতি হবে- রাস্তা বানাও নদী
দাদাদের কথা মানতেই হবে, নইলে যাবে গদি!
সস্তার দরে বস্তায় ভরে দাদারা পাঠায় শাড়ী
অল্প দিনেই নব শাড়ী জোটে, খুশি তাই সব নারী।
দাদারা বলে বন্ধু আমরা, কত সহজ এর মানে-
কত রত্ন নিয়েছে তারা? মোদের কেউ কি জানে?
No comments:
Post a Comment