Monday, December 3, 2012

সুখে থেক দেশ

সুখে থেক দেশ, পঁচা রাজনীতি
ছল করে বলা- বাংলার প্রীতি।

শহীদেরা আজ কাঁদে-
স্বাধীনতা নাকি বাঁধা পড়ে আছে
রক্তচোষা মহাশ্মশানের ফাঁদে।
কেউ তো বলে না সত্যের ইতিহাস
ক্ষমতাকে করে কুক্ষিগত
নিজের স্বার্থে যত পারে করে দেশের সর্বনাশ।
মানুষেরা আজ মরছে পুড়ে

বাড়ী ফিরে তাজা লাশ
মানবতা আজ পথ হারায়ে, এসেছে শ্মশান জুড়ে।

রাজনীতি আজ বিপথে চলেছে
প্রতিপক্ষকে তাড়া
রাজনীতি আজ রাজার কথা
রাজ্যের কথা ছাড়া।

সুখে থেক দেশ, আমাদের ছাড়া
রাজাদের নিয়ে আর পেয়াদা যারা।

No comments:

Post a Comment