Sunday, December 9, 2012
মাতৃ-মুক্তিকামী
জীবন যখন অল্প দামের মলিন সুতার ঘুড়ি
ছিড়বেই তো হাল্কা টানে উড়বে আকাশ জুড়ি।
রক্ত খেলা জলের দামে রঙের মতন করে
তাইতো মানুষ মরছে পথে- বাইরে এবং ঘরে।
রাজনীতি আর দুর্নীতিতে কুক্ষিগত সব
মানুষ বোকা, না বুঝে তাই করছে কলরব।
হাল ভাঙ্গা নাও পাল ছিড়েছে মাঝ দরিয়া এসে
মানুষ বড়ই সস্তা এখন- দাও জলেতে ভেসে।
কে লবে খোঁজ মাতৃপণের, মিথ্যে সকল আশা
বলছে মুখে বলার কথা, শত্রু ভালোবাসা।
স্বার্থ তাদের নিজের মত, মিথ্যে বিলাও প্রাণ
রক্তচোষা রক্ত দিয়ে অল্প বিলায় ত্রাণ।
ভুল করেছ ভুল করেছ- বিপথগামী তুমি
কে জানে তা বুঝবে কবে মাতৃ-মুক্তিকামী।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment