আমি মৌলবাদী, বামদের সাথে নেই
নাস্তিকদের ঘৃণা করি আমি ঈশ্বরে পূজা দেই।
বলুক ওরা মৌলবাদী- কূপমণ্ডূক যারা
স্রষ্ঠাকে মেনে মরতে রাজি, সাজতে সর্বহারা।
ক্ষুদ্ররা আজ মাথা চারা দিতে ভীষণ ব্যাস্ত দেখি
ফেরাউনদের মনে নেই আজ নীল দরিয়া- সেকি!
ওরা জানে না মিশরের কথা, পিরামিডের ইতিহাস
নুমরূদেরা সব ভুলে তাই রচে আজ সন্ত্রাস।
ওরা নাকি মহা জ্ঞানী!
পৃথিবীর কাছে ঋণ করে তাই ছড়ায় ধর্ম বাণী।
ওদের ধর্ম ঈশ্বর নেই- নশ্বর নাকি সব
মৃত্যু না এলে তাইতো ওরা কাউকে মানেনা রব।
ভাই মরেছে, মোল্লা ডাকিয়া হাত বাধে জানাজায়
ভন্ডামী কর! ভুলে যাও কেন? শয়তানি ভাবনায়?
ভুলগুলো সব ধরা পড়ে গেলে, বাদ পড়ে যায় দলে
নতুনের কাছে সব চলে যায়, চাপা পড়ে যায় বলে।
নবরাজ যারা ধ্রুবরাজ হয়ে পায় শাষণের ভার
সাবেক রাজার খোঁজ কে রাখে রাজ্য এখন তার!
ভালো থেক রাজা পেতে হবে সাঁজা, রাজার রাজার হাতে
বাদ যাবে না কোনই রাজা, রাজার মোলাকাতে।
No comments:
Post a Comment