Wednesday, December 19, 2012

অস্ত্রধারীর হাতে

আমি একদিন মন্ত্রী হবে বলছে বন্ধু বর
বললাম আমি একটু দাড়া, একটু সবুর কর।
পারছি না আর লাগবে টাকা, ঢাকায় বাড়ি চাই
বললাম আমি, এত কিছু কেমনে হবে ভাই?
ওরে বোকা মন্ত্রী হলে এসব কিছু ফাও
চাস যদি তোর বাপকে পাবি! কবর থেকে? তাও!
আরো পাবি সোনার হরিণ, সোনার বাংলাদেশে
বললাম আমি পা কাঁপছে, সব খোয়াব শেষে?
বন্ধু বলে, স্বর্গ কিনে একটা দিব তোরে!
বললাম আমি ঘুম লেগেছে ডাকিস আমায় ভোরে।
হঠাৎ কখন ঘুম পেয়েছে, স্বপ্ন দেখি তাই-
আমি এখন স্বর্গে উড়ি, বাংলাদেশে নাই।
ফেরেস্তারা করছে তাড়া তাই পেয়েছি ভয়
ওকি! বন্ধু দেখি অস্ত্রধারী ফেরেস্তা সে নয়!

No comments:

Post a Comment