আমি লজ্জিত আমি শংকিত আজ জ্ঞাতি!
আজকে কেন ঝিমিয়ে পড়েছে সাহসী বাঘের জাতি?
দুর্নীতিকে প্রতিরোধ কর, অপচয় কর রোধ
প্রতিবাদ কর অপমৃত্যুর, গড়ে তোল প্রতিরোধ।
অস্থির কেন রাজ্য তোমার, কলঙ্ক কেন ঘাড়ে
লাঞ্চিত কেন অসহায় যারা- প্রতিদিন বারে বারে?
নির্বিচারে মরছে মানুষ- কান্না দেখনা তুমি?
সম্ভ্রম হারাতে অসহায় নারী, দরিদ্র হারাতে ভূমি।
একমুঠো ভাত কেড়ে নেয় যারা- ভিখারির মুখ হতে
নির্মম যারা গুপ্ত ঘাতক, যমদূত যারা পথে।
পিশাচের হাতে কত হবে খুন, কত হবে প্রাণ বলি
কত দিন আর আত্ম-বাঁচিয়ে দুর্ভাবনায় চলি?
আর কত তারা দুর্বল যারা লুন্ঠিত হয় রোজ
দুর্বিত্তের কালো থাবা তলে হারাবে কতই খোঁজ?
No comments:
Post a Comment