বিশ্বজিৎ তোমাকে উৎসর্গ করলাম।
স্বাধীনতা তুমি
..............................
স্বাধীনতা তুমি বদ্ধ কূপে আবদ্ধ কেন আজ?
স্বাধীনতা তুমি স্বৈরাচারের মাথায় পড়ানো তাজ!
স্বাধীনতা তুমি নুইয়ে পড়েছ রাজ ক্ষমতার হাতে
স্বাধীনতা তুমি চুপসে আছ পরাধীনতার সাথে।
স্বাধীনতা তুমি নীরব রয়েছ; শক্তিধরের ভয়?
স্বাধীনতা তুমি শিকলে বাঁধা- ধনাঢ্যদের জয়।
স্বাধীনতা তুমি কথা রাখনি- লক্ষ্য করেছ ভুল
স্বাধীনতা তুমি স্বাধীনতাকেই করিতেছ নির্মূল।
স্বাধীনতা তুমি বিপথগামী জানতে পেরেছ কি?
স্বাধীনতা তুমি ভুলতে চলেছ- মুক্তির স্বাদটি।
স্বাধীনতা তুমি মনে রাখনি বুলেট বিদ্ধ লাশ
স্বাধীনতা তুমি চেয়ে দেখনি সতীত্ব হারানো কাজ?
স্বাধীনতা তুমি চুপ কেন আজ- বীর সেনারা কই?
স্বাধীনতা তুমি আজকে কোথায়, শুনছ না হৈ চৈ?
স্বাধীনতা তুমি নীরব কেন? আরো কত প্রাণ চাই
স্বাধীনতা তুমি বিশ্বজিতের পক্ষে তো আজ নাই!
স্বাধীনতা তুমি আরো কত চাও- অগ্নি ভষ্ম প্রাণ?
স্বাধীনতা তুমি আরো কত চাও- সত্যের অপমান?
স্বাধীনতা তুমি বিচার করোনি- অত্যাচারী যারা
স্বাধীনতা তুমি গোপন করেছ; খুনিকে দিয়েছ ছাড়া।
স্বাধীনতা তুমি বিপদের নাম- পথচারীরা জানে
স্বাধীনতা তুমি লুন্ঠিত হওয়া, নির্বিচারের মানে?
স্বাধীনতা তুমি অস্ত্রের মুখে চুপসে যাওয়া বীর?
স্বাধীনতা তুমি অভাগী মায়ের বক্ষে ভেদা তীর?
স্বাধীনতা তুমি হাভাতে মানুষ; অভাবীর চোখে জল
স্বাধীনতা তুমি বিচারের নামে সাঁজা পাওয়া দুর্বল?
স্বাধীনতা তুমি চোখ বুজে থাকা বঞ্চিত হলে কেউ
স্বাধীনতা তুমি তুমি কারার কপাট, গুম হয়ে যাওয়া- সেও!
স্বাধীনতা তুমি স্বাধীন হতে আর কত দিন নিবে?
স্বাধীনতা তুমি স্বাধীনতা দাও- শান্তি বিলাও জীবে।
স্বাধীনতা তুমি শিকলে বাঁধা- ধনাঢ্যদের জয়।
স্বাধীনতা তুমি কথা রাখনি- লক্ষ্য করেছ ভুল
স্বাধীনতা তুমি স্বাধীনতাকেই করিতেছ নির্মূল।
স্বাধীনতা তুমি বিপথগামী জানতে পেরেছ কি?
স্বাধীনতা তুমি ভুলতে চলেছ- মুক্তির স্বাদটি।
স্বাধীনতা তুমি মনে রাখনি বুলেট বিদ্ধ লাশ
স্বাধীনতা তুমি চেয়ে দেখনি সতীত্ব হারানো কাজ?
স্বাধীনতা তুমি চুপ কেন আজ- বীর সেনারা কই?
স্বাধীনতা তুমি আজকে কোথায়, শুনছ না হৈ চৈ?
স্বাধীনতা তুমি নীরব কেন? আরো কত প্রাণ চাই
স্বাধীনতা তুমি বিশ্বজিতের পক্ষে তো আজ নাই!
স্বাধীনতা তুমি আরো কত চাও- অগ্নি ভষ্ম প্রাণ?
স্বাধীনতা তুমি আরো কত চাও- সত্যের অপমান?
স্বাধীনতা তুমি বিচার করোনি- অত্যাচারী যারা
স্বাধীনতা তুমি গোপন করেছ; খুনিকে দিয়েছ ছাড়া।
স্বাধীনতা তুমি বিপদের নাম- পথচারীরা জানে
স্বাধীনতা তুমি লুন্ঠিত হওয়া, নির্বিচারের মানে?
স্বাধীনতা তুমি অস্ত্রের মুখে চুপসে যাওয়া বীর?
স্বাধীনতা তুমি অভাগী মায়ের বক্ষে ভেদা তীর?
স্বাধীনতা তুমি হাভাতে মানুষ; অভাবীর চোখে জল
স্বাধীনতা তুমি বিচারের নামে সাঁজা পাওয়া দুর্বল?
স্বাধীনতা তুমি চোখ বুজে থাকা বঞ্চিত হলে কেউ
স্বাধীনতা তুমি তুমি কারার কপাট, গুম হয়ে যাওয়া- সেও!
স্বাধীনতা তুমি স্বাধীন হতে আর কত দিন নিবে?
স্বাধীনতা তুমি স্বাধীনতা দাও- শান্তি বিলাও জীবে।
No comments:
Post a Comment