সময়টা বড় কঠিন আমরা জানি...
আমারা জানি শত্রু কারা, কোথায় তাদের ঘাঁটি?
বহুবার শত্রু মুক্ত করেছি আমরা
তাজা প্রাণের বিনিময়, মুক্ত করেছি মাটি।
আজ আবারো তোমার আকাশে কালো মেঘ
জানি আসতে পারে কালবৈশাখি।
তবু বলে রাখি...
পেতে দিব খোলা বুক
আরেক বার ইতিহাস গড়ে বিশ্বকে জানাবো
আমারা মা কে ভালোবাসতে পারি, যেমনটি বেসেছিলাম।
সব বিসর্জন শেষে আমারা মাকে হাসি মুখে জানাতে পারি
চির পরিচিত সেই শ্বাশত সালাম।
ভেবোনা'ক তুমি বাংলাদেশ!
আমরা এখনো ঘুমাইনি...
ধৈর্য্যের শেষ দেখব বলে প্রতীক্ষিত
উদার মনের মহত্বকে যারা দুর্বলতা ভাবে
আমরা তদের আজন্ম ঘৃণা করি।
আমাদের ঘৃণা কাউকে বাঁচতে দেয়নি
আমাদের রোষানল পরাশক্তিকেও হার মানিয়েছে
আমারা সংখায় সীমিত বলে দুঃখ করোনা
বনে বাঘের সংখ্যা সীমিতই হয়।
আমরা তো বাঘের জাতি।
কষ্ট পেয়োনা বাংলাদেশ!
যারা তোমার বুক চিরে কলিজা নিয়েছে
আমরা তদের ক্ষমা করিনি।
অশ্রু মুছেছি বটেই
হৃদয়ের কোণে জুমে থাকা দুঃখকে মুছেছি মাত্র।
আজো করবোনা ক্ষমা
শত্রুর কোন ক্ষমা নেই।
যারা আমাদের মাকে বিদ্রোহ করে
তাদের কোন ক্ষমা নেই।
সব বিসর্জন শেষে আমারা মাকে হাসি মুখে জানাতে পারি
চির পরিচিত সেই শ্বাশত সালাম।
ভেবোনা'ক তুমি বাংলাদেশ!
আমরা এখনো ঘুমাইনি...
ধৈর্য্যের শেষ দেখব বলে প্রতীক্ষিত
উদার মনের মহত্বকে যারা দুর্বলতা ভাবে
আমরা তদের আজন্ম ঘৃণা করি।
আমাদের ঘৃণা কাউকে বাঁচতে দেয়নি
আমাদের রোষানল পরাশক্তিকেও হার মানিয়েছে
আমারা সংখায় সীমিত বলে দুঃখ করোনা
বনে বাঘের সংখ্যা সীমিতই হয়।
আমরা তো বাঘের জাতি।
কষ্ট পেয়োনা বাংলাদেশ!
যারা তোমার বুক চিরে কলিজা নিয়েছে
আমরা তদের ক্ষমা করিনি।
অশ্রু মুছেছি বটেই
হৃদয়ের কোণে জুমে থাকা দুঃখকে মুছেছি মাত্র।
আজো করবোনা ক্ষমা
শত্রুর কোন ক্ষমা নেই।
যারা আমাদের মাকে বিদ্রোহ করে
তাদের কোন ক্ষমা নেই।
No comments:
Post a Comment