মিথ্যা হঠাও, মিথ্যা হঠাও- জ্বালো সত্যের আলো
নির্মূল কর মিথ্যুকদের- বাংলাকে বাস ভালো।
আমি বাংলাদেশি মন থেকে বলে একবার তোল হাত
হঠাও আঁধার দেশদ্রোহীর নিকষ কালো রাত।
জনতার সাথে প্রতারণা করে ক্ষমতায় করে খেলা
আত্মস্বার্থ ষোল আনা ভেবে স্বদেশ কে করে হেলা।
ধোঁকা দেয় যারা দেশ মাতাকে- লুণ্ঠন করে সব
জেনে রাখ কার উন্মাদনায় লাঞ্ছিত গৌরব।
কার ত্রাসে কেঁপে দুর্বল শাপে, ভেজায় আখির পাতা
কোন নাগরিক কলঙ্কিত, আনে মৃত্যুর হালখাতা?
চিনে রাখ কারা রক্তে ভেজায় বাংলাদেশের মাটি
মনে রেখ কারা অপরাধ করে- রয়ে যায় বেশ খাঁটি।
No comments:
Post a Comment