Friday, December 28, 2012

যমদূত

আমাকে কিনতে চেয়েছিল-
বামরা!
আমি বলেছিলাম, আমি পন্য নই।
ওরা বলেছিল, আমাকে মেরে ফেলবে
অতি ধীরে- স্লো পয়জনে।
আমি বলেছিলাম- তবুও ভালো
কিছুদিন চেয়ে চেয়ে মৃত্যু দেখব
অপেক্ষা করব চিরনিদ্রার।
অনেক দিন অপেক্ষায় আছি-
শান্তির ঘুম ঘুমাব বলে।
রিভলবারের তপ্ত নল কপালে ঠেকিয়ে-
তবে এক্ষুনি ঘুমাও!
নীরব কিছুক্ষণ- চোখ বুজেছিলাম
মনে পড়ে গেল- যমদূত কৈ?
চিৎকার করে বললাম, সাহস থাকে তো চালাও-
অন্তত তুমি যমদূত নও!
কেঁপে উঠেছিল সমগ্র পৃথিবী!
ঠিক মনে নেই পৃথিবী না ওদের পা।
ঘাম ঝড়ছিল ওদের কপালে-
জমে থাকা শিশিরের স্বচ্ছ কণার মত।
কেউ একজন কাঁপা গলায় বলে উঠল-
পালাও...
ওরা পালিয়ে গেল।
হয়ত আবার আসবে!
যমদূত সাথে নিয়ে-
আমি অপেক্ষায় আছি যমদূতের।

No comments:

Post a Comment