Monday, January 7, 2013

অধিকার চাই

অসত্য আজ মাথা চারা দিতে সত্যকে করে ঘা
ছড়িয়ে গিয়েছে পৃথিবী জুড়ে ঘৃণিত পাপীর ছা।
ঢাকা পড়ে গেছে আলোকের দ্বীপ। অতি দূরে-
তাড়া খেয়ে আজ সত্য নাকি ভষ্মিত হয় পুড়ে।
মৃত্যু দূতরা হাসে আর হাসে উল্লাসে একাকার
আজরাইলের হুংকার শুনে সত্যরা কদাকার।
পাপীরা জানেনা যমদূত কভু হয়না আপন জন
খুঁজে খুঁজে সে ছুটে যায় যেথা মানুষেরা বাঁধে রণ।

আমি মানুষের কথা বলি
যে মানুষ মরে রাস্তার ধারে আতাতের খেয়ে গুলি।
যে মানুষ রোজ ধর্ষিত হয় আহার জোটাবে বলে
যে মানুষ রোজ সঁপে দেয় দেহ বিরহ আগুনে জ্বলে।
বিষকাটা যার বুকে বিঁধে আছে মৃত্যুর হাতে হাত
যাহারা দেখেনা আলোর পৃথিবী আহূতের কর্ণপাত।
লুন্ঠিত যারা পাষাণের হাতে শক্তির হাতে বাঁধা
মুক্তির স্বপ্ন মিথ্যা যাদের মুক্তি হয় না সাধা।

আমি তাদের মুক্তি চাই
অধিকার চাই সাম্য চাই, হতে চাই ভাই ভাই।


No comments:

Post a Comment